ইলন মাস্কের স্টারলিংকের মাসিক খরচ কত টাকা

স্টারলিংককের দ্রুতগতির ইন্টারনেটের জন্য বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার। ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ফোনে কথাও বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রশ্ন হলো, বাংলাদেশে স্টারলিংক এলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে।

প্রযুক্তি ব্যক্তিরা বলছেন, বাংলাদেশে স্টারলিংক এলে যে সব এলাকায় ইন্টারনেট পাওয়া যায় না সেই সব দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাবে। ফলে গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে তরুণেরা ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন কাজ ঘরে বসে করতে পারবেন।

স্টারলিংক কী,

এখন যে ইন্টারনেট বাংলাদেশে সেবা দেওয়া হয়, তা সাবমেরিন কেব্‌লনির্ভর। অর্থাৎ তারের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে ব্যান্ডউইডথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস দেয়।

স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট উপগ্রহের মাধ্যমে। তাদের ইন্টারনেট-সেবা আসে, ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপর থেকে পৃথিবীতে। যা পুরো বিশ্বকেই দূত গতির ইন্টারনেট সেবা দিতে পারে।

স্টারলিংকের ইন্টারনেট, গতি ২৫ থেকে ২২০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। তবে বেশির ভাগ ব্যবহারকারী গতি পাচ্ছেন ১০০ এমবিপিএস এর বেশি।

খরচ

বাড়িতে স্টারলিংকের সেবা নিতে হলে কিছু সরঞ্জাম কিনতে হবে। একটি রিসিভার, অ্যানটেনা, রাউটার, কিকস্ট্যান্ড। এটাকে বলা হয় স্টারলিংকের কিট। যার মূল্য বাংলাদেশী টাকায় ৪৩ থেকে ৭৪ হাজার টাকা। আবাসিক গ্রাহকদের জন্য মাসিক সর্বনিম্ন ফি ১২০ ডলার (প্রায় ১৫ হাজার টাকা)।

2 Comments

  1. Shah
    February 19, 2025

    It would be better for bd

  2. টাকা অংক অনেক বেশী। সাবমেরিন কেবলের একই গতিসম্পন’ সাভি’স যদি কম রেটের থাকে তাহলে কেউ কি বেশী রেটের ব্যবহার করবে? এদেশের মানুষের সামথ’ও নাই।
    এই রেটের ইন্টারনেট ব্যবহারকারীর সংখা বেশী কি হবে? যাদের খুব প্রয়োজন তারা নিবে। তাদের প্রডাক্ট কস্ট বাড়বে। সেটা
    দেশের এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হবে কি না তাতো সংস্লিস্ট সরকারি, বেসরকারি সংশিল্টজনরা ভেবে দেখবেন।
    ডিভাইসগুলি এদেশে করা যায়।
    মাইক্রোচিপস শুধু আমদানি করে প্লাস্টিকের অংশ দেশীয় হতে পারে। আমদানি ট্যাক্স কম না না থাকতে পারে। তবে বিল বা রেন্ট সাধ্যের বাইরে যদি ওই ধরনের আন্তজার্তিক অডা’র পাওয়া না যায়। স্টারলিং কি অই
    জাতীয় কাজেরও ব্যবস্থা করবে? স্টারলিংয়ের নিজেরই অনেক কাজের জন্য
    সফটওয়্যার প্রোগ্রামার, সফটওয়্যার আকি’টেক্ট, ফটোসপ, এক্সেল স্পেসালিস্ট, সফটওয়্যার ম্যানেজমেন্টের লোক দরকার। আর তা যদি ভালো ভালো বেতনে পাওয়া যায় হয়তো তারা ব্যবহার করতে পারবে। নয়তো নয়। তবে এখন দেশে বেশ কিছু কোম্পানি আছে যাদের আরো গতি সম্পন’ ইন্টারনেট দরকার। যাহোক প্রযুক্তি যদি মানুষের কল্যানে আসে তা মানুষ গ্রহন করবেই। তবে এখানে রাজনীতি থাকতে পারে বা আছে। সেটা এবং আথি’ক ব্যাপারটা ডিল কর‍তে হবে দেশ ও জনকল্যানমূলক ভাবনা নিয়ে। ব্যাক্তিগত সাথে’র জন্য না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *