২০২৫ সালে ডিসেম্বরে হতে পারে বাংলাদেশ জাতীয় নির্বাচন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
১৩ ফেব্রুয়ারী দুবাইয়ে ওয়ার্ল্ড গভনের্ন্ট সামিটে এক অধিবেশনে এ মন্তব্য করেন তিনি। সিএনএন সাংবাদিক বেকি আন্ডারসনের প্রশ্নের জবাবে ডাক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা ১৫টি খাতের জন্য সংস্কার কমিশন গঠন করেছি। আইন-শৃঙ্খলা, পুলিশ, সংবিধান, নির্বাচনসহ অন্যান্য সংস্কার কমিশনগুলো প্রতিবেদন তৈরি করেছে, বিভিন্ন সুপারিশ করছে। এখন আমরা যেটা করব, সেটা হলো ঐক্যমত গঠন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান এসব সুপারিশ জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। যে সব সুপারিশের বিষয় সবাই একমত হবে তা নিয়ে সনদ তৈরি এবং সুপারিশ গুলো বাস্তবায়নের পর যতো দূত সম্ভব নির্বাচন দেওয়া হবে। এ নির্বাচন ২০২৫ সালে ডিসেম্বরে হতে পারে বলে মন্তব্য করেন ডাক্টর মোহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলে,
বাংলাদেশ অর্থনৈতিক সমাজ প্রশাসন সব কিছু ভেঙে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ এই সবকিছু পুনর্গঠন করা ব্যাংক গুলো থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে এতে বাংলাদেশের রিজার্ভ তলানীতে চলে গেছে। আমাদের অর্থনৈতিক আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠান গুলো ঠিক করতে হবে। নির্বাচন শেষে তার আরো কিছু সময় নেতৃত্বে থাকার ইচ্ছে আছে কি না জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি আগের জায়গায় ফিরে যাবেন।
Zahid Khondokar
February 17, 2025বাংলাদেশ জামায়াতে ইসলামী