সিগারেটের ওপর বাড়ছে না কর, ঘোষণা এনবিআর চেয়ারম্যানের

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে কোনো কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বুধবার (১৯ মার্চ) এনবিআর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় এ কথা জানান তিনি। কর বৃদ্ধি না করার পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিদ্যমান রাজস্ব কাঠামোর সামগ্রিক ভারসাম্য বজায় রাখা এবং কর্পোরেট ট্যাক্সের বর্তমান অবস্থান বজায় রাখা।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, দেশে সিগারেটের চেয়ে বিড়ির ট্যাক্স কম, যা রাজস্ব ব্যবস্থাপনায় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এবং তিনি সকল প্রকার নকল বিড়ির উৎপাদন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং বলেন, যদি এটি অব্যাহত থাকে, তবে বিড়ি তৈরি করা কোম্পানির মালিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ভোক্তা পর্যায়ের কর আদায় বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “অনেক সময় ভোক্তা ভ্যাট পরিশোধ করলেও রিসিট নেন না, যার ফলে প্রকৃত রাজস্ব সংগ্রহ ব্যাহত হয়। তাই রিসিট গ্রহণে জনগণকে উৎসাহিত করতে লটারি চালু করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে বিজয়ীরা এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন।”

এই ঘোষণায় সিগারেট খাতের ব্যবসায়ীরা স্বস্তি পেলেও স্বাস্থ্য ও তামাকবিরোধী সংগঠনগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *